আম গাছ সম্পর্কে ১০টি বাক্য | আম সম্পর্কে ৫ টি বাক্য

9 May, 2023
আম গাছ সম্পর্কে ১০টি বাক্য
4.9/5 - (60 votes)

আসসালামু আলাইকুম। আপনি কি আম গাছ সম্পর্কে ১০টি বাক্য খুজতেছেন? যদি আম গাছ সম্পর্কে ৫ – ১০টি বাক্য খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আমাদের আজকের এই আর্টিকেলে।

অনেক ব্যক্তি আছেন যারা আমরা সম্পর্কে কিছুই জানেন না তাই মাঝে মাঝে প্রশ্ন করে আম সম্পর্কে জানতে চাই। তাই আমরা আম সম্পর্কে ১০ টি বাক্য বলার আগে আম সম্পর্কে কিছু কথা বলে নিই।

আম হচ্ছে একটি মৌসুমি ফল। এই ফলটি অন্যান্য ফলের তুলনায় অনেক সুস্বাদু। ছোট বেলায় হয়তো বইয়ে পড়েছিলেন ফলের রাজা আম। সত্যি ই ফলটি অনেক রসালো ও খেতেও অনেক সুস্বাদু ।

উপমহাদেশে আমের চাষ প্রথম শুরু হয় প্রায় পাঁচ হাজার বছর আগে। বাংলাদেশ ভারত ও মায়ানমার অর্থাৎ উত্তরপূর্ব এলাকায় অনেক আগে থেকেই আমের চাষ শুরু হয়েছে।

আমাদের দেশে কয়েক’শ জাতের আম রয়েছে যার মধ্যে কোনটি মিষ্টি, টক বিভিন্ন স্বাদে পরিপূর্ণ । বিভিন্ন দেশের মানুষ আমাদের দেশে এসে আম খেয়ে গেছেন যার মধ্যে আলেকজেন্ডার দা গ্রেট, চিনের হিউয়েন সাং আরও অনেক।

আম গাছ সম্পর্কে ১০টি বাক্য | আম সম্পর্কে ৫ টি বাক্য

০১। Mango মানে আম। আর এই Mango শব্দটির উৎপত্তি হয় আমাদের পার্শ্বপতি দেশ ইন্ডিয়াতে।
০২। আপনি জানেন কি আম অর্থাৎ Mango ৩ টি দেশের জাতীয় ফল।
০৩। প্রত্যেক বছর প্রায় গোটা বিশ্বে 46 Million আম উতপন্ন হয়।
০৪। আপনি জেনে অবাক হবেন যে বিভিন্ন দেশের তুলনায় ভারতে বেশি আম উৎপন্ন হয়।
০৫। পৃথিবীর সব থেকে বড় আমটির ওজন ছিল ৩.৪৩৫ কেজি যার দৈর্ঘ্য ৩০.৪৮ সেমি ও পরিধি ৪৯.৫৩ সেমি এবং আমটির প্রস্থ ছিল ১৭.১৮ সেন্টি মিটার
০৬। আমে আছে ২০টি বিভিন্ন ভিটামিন যার মধ্যে বেশি পরিমাণে আছে ভিটামিন এ
০৭। আপনি জানেন কি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আম গাছ পবিত্র
০৮। প্রাচীনতম আম গাছটির বয়স প্রায় ৩০০ বছর যা এখনো ভারতের পূর্ব কান্দেশে আছে।
০৯। বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় আম হলো ফজলি, সুরমা ফজলী, হাড়িভাঙ্গা ও ল্যাংড়া।
১০। আম কাচা অবস্থায় চাটনি করে খাওয়া যায়।
১১। আম দিয়ে ফুলের জুস বানায়।

See also  ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ এ কত জেনে নিন

আর্টিকেলের শেষকথাঃ বন্ধুরা আমরা আজকে জেনে নিলাম আম সম্পর্কে ৫ থেকে ১০ টি বাক্য। আশা করি আমাদের আজকের এই আরটিকেল থেকে আপনি একটু হলেও কিছু জানতে পেরেছেন। যদি আমাদের কষ্টের লেখা আরটিকেল টি এক্টুও ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কারন জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য।

Rk Raihan

1 Comment

  1. তরিকুল says:

    অনেক কিছু জানতে পারলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *