(গুরুত্বপূর্ণ) আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০টি উপায় জানা দরকার

30 Aug, 2023
(গুরুত্বপূর্ণ) আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০টি উপায় জানা দরকার
5/5 - (10 votes)

আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০টি উপায় – দুনিয়া এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন প্রত্যেক মুসলমানেরই মৌলিক আকাঙ্ক্ষা। ‌ আমরা সকলেই দুনিয়াতে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে চাই, যাতে করে পরকালে আমরা জান্নাত লাভ করতে পারি। আর মৃত্যুর পরবর্তী জীবনে‌ শান্তিতে থাকা এবং আল্লাহর জান্নাত লাভ করার জন্য আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে।

আমরা দুনিয়াতে জীবিকা অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ি। ‌দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। কিন্তু, আমরা যে এই দুনিয়াতে এত সুন্দর ভাবে নিজের জীবন করার জন্য চেষ্টা করছি, সেই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। ‌

আপনি না চাইলেও খুব শীঘ্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু, আমাদের মৃত্যু আসার পূর্বেই সতর্ক হওয়া উচিত। যাতে করে আমরা আল্লাহর অবাধ্য বান্দাদের অন্তর্ভুক্ত না হই এবং পরকালে কঠিন আজাবের মুখোমুখি না হতে হয়।

Table of Contents

আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০টি উপায়

আমারা যদি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি, তাহলে পরকালে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত জান্নাত লাভ করতে পারব। চলুন এবার নিচে দেখে নেওয়া যাক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০ টি উপায়।

১. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়মিত ইবাদত করুন

আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সেই সাথে, রমজান মাসের সিয়াম, সামর্থ্য থাকলে হজ্জ, যাকাত প্রদান করুন। ‌

আল্লাহ তা’আলা ইবাদতের জন্য যেসব বিষয়গুলো ফরজ করেছেন, আমাদেরকে অবশ্যই সেসব আদেশগুলো মান্য করতে হবে। ‌আল্লাহ তায়ালা যে কত বড় সত্তা এবং তার ক্ষমতা যে কত বিশাল, সেটি অনেকেই অনুধাবন করতে পারেন না এবং যে কারণে বরাবরই আল্লাহর অবাধ্য হন। ‌ আপনাকে অবশ্যই এটি মনে রাখতে হবে, বিচারের দিবসে আপনাকে যখন জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে বলা হবে, তখন অবশ্যই আপনার আজকের দিনের কৃতকর্মের জবাব চাওয়া হবে।

তাই, আল্লাহর দেওয়া আদেশ অনুযায়ী ইবাদত করুন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করুন।

See also  যে ১৫ টি কারণে নারীরা জাহান্নামে যাবে

২. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তওবা করুন

আল্লাহতালা তওবা করা ব্যক্তিকে খুবই পছন্দ করেন। ‌কোন ব্যক্তি সারা জীবন যতই পাপ কাজ করুক না কেন, সেটি যদি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, তাহলে জীবনের শেষ পর্যায়ে ও তওবা করলে আল্লাহ সেই তওবা কবুল করে নিবেন। ‌ আল্লাহতালার কাছের তওবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ‌

তওবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে অবশ্যই আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ফিরে আসতে হবে। ‌আপনাকে এমন প্রতিজ্ঞা করতে হবে যে, আপনি ভবিষ্যতে আর সেই পাপ কাজটি করবেন না। নিশ্চয়ই আল্লাহ কিন্তু প্রত্যেক ব্যক্তির মনের খবর জানেন।

তাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের পূর্ব ভুলের জন্য অনুশোচনা অনুভব করুন এবং সেই পাপ কাজ ভবিষ্যতে না করার জন্য অভিপ্রায় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ‌এতে করে আপনি নিশ্চয়ই আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবেন।

৩. দয়া এবং সহানুভূতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের উপায়

অন্যদের সাথে দয়া ও সমবেদনা মূলক আচরণের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, যেমনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আপনি সব সময় আল্লাহর সকল সৃষ্টির প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখাবেন।‌ নিষেধই হোক মানুষ, পশুপাখি অথবা পরিবেশ। ‌

অন্য মানুষকে সহানুভূতি দেখানোর মাধ্যমে যেমন আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা যায়, ঠিক তেমনিভাবে দুনিয়াতে ও মানুষের ভালোবাসা পাওয়া যায়। ‌তাই, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জনের জন্য আমাদেরকে অপর মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।

৪. পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করুন

পারিবারিক বন্ধন ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি অন্যতম উপায়। আপনি সব সময় আপনার পিতা-মাতা, ভাই বোন, সন্তান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। পরিবারের সদস্যদের সাথে ভালোবাসা ও সম্মানজনক আচরণ করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার একটি লক্ষণ।

সেই সাথে, আপনি দুনিয়াতে এবং আখিরাতে উত্তম প্রতিদান পাওয়ার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। ‌এতে করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়।

See also  যে ১৫ টি কারণে নারীরা জাহান্নামে যাবে

৫. জ্ঞান আহরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের উপায়

আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। ‌ এজন্য আপনি কোরআন এবং হাদিসের শিক্ষাগুলো বোঝার চেষ্টা করুন। সেই সাথে, কুরআন এবং হাদিসে থাকা আদেশ-নিষেধ গুলো নিজের জীবনে বাস্তবায়ন করার প্র্যাকটিস করুন। ‌

আপনি যখন ইসলামকে জানা এবং বুঝার জন্য চেষ্টা করতে থাকবেন, তখন আপনি আল্লাহর অনেক কাছাকাছি যেতে পারবেন এবং এতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

৬. দান সদকাহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়

অভাবে এবং গরিব মানুষদের উদার ভাবে দান করার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা যায়। দান হলো আল্লাহ প্রদত্ত সম্পদ পরিশুদ্ধ করা এবং আপনাকে দেওয়া আল্লাহর প্রদত্ত নিয়ামত অন্যের মাঝে দেওয়ার মাধ্যম। দান করার মাধ্যমে আল্লাহকে অনেক বেশি খুশি করা যায়। তবে, আপনার এই দান যেন দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য না হয়। বরং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে, আপনাকে এমন ভাবে দান করতে হবে, যাতে আপনি ডান হাতে কি দান করলেন, সেটি বাম হাত জানে না।

এই হাদীসে মূলত দান করার ক্ষেত্রে গোপনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আপনার সেই দান যেন মানুষের কাছের লোক দেখানোর জন্য না হয়, সেটি খেয়াল রাখতে হবে। আপনার সেই দানটি হতে হবে সম্পূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে।

তবে, বিশেষ কিছু ক্ষেত্রে মানুষকে অনুপ্রাণিত করার জন্য জনসম্মুখে দান করে যেতে পারে। তাহলে, দান করার মানসিকতার উপর নির্ভর করছে আপনি আল্লাহতালা সন্তুষ্টি অর্জন করতে পারবেন কিনা।

৭. উত্তম চরিত্রের মাধ্য মে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়

আপনি জীবনের সকল ক্ষেত্রে সৎ ও নৈতিক চরিত্র অবলম্বন করুন। ‌ সততা, নম্রতা, ধৈর্য এবং কৃতজ্ঞতার মতো গুণাবলী গুলো আপনাকে অন্যান্যদের থেকে সম্মানিত করে তুলবে। সেই সাথে, উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহ তালার ও সন্তুষ্টি অর্জন করা যায়। ‌

একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে সর্বোত্তম সম্মানিত জায়গা পান। তাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অবশ্যই দুনিয়াতে মানুষদের সাথে সবসময়ই নৈতিক আচরণ করুন। ‌যাতে করে, কোন মানুষ আপনার কথা কিংবা কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত না হয়।

৮. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দোয়া করুন

আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি নিয়মিত দোয়া করতে থাকুন। ‌আল্লাহ তায়ালা কখন যে আপনার দোয়া কবুল করবেন এবং কখন যে আপনাকে ক্ষমা করে দিবেন, সেটি বলা সম্ভব নয়। ‌ যেকোনো সময় আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে এবং আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন।

See also  যে ১৫ টি কারণে নারীরা জাহান্নামে যাবে

তাই, প্রতিদিন প্রতিটি কাজের সময় আল্লাহর নামে শুরু করুন এবং নিয়মিতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন।‌ আল্লাহকে অধিক স্মরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

৯. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গীবত ও অপবাদ দেওয়া এড়িয়ে চলুন

গীবত হলো মানুষের সাথে জড়িত একটি পাপ। ‌ আপনি এই পাপের কারণে পরকালে অনেক ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে পারেন। ‌আল্লাহর সাথে জড়িত সকল পাপই তওবা করার মাধ্যমে ক্ষমা চেয়ে নেওয়া যায়। কিন্তু, মানুষের সাথে জড়িত পাপ কখনোই আল্লাহ ক্ষমা করেন না এবং এই পাপটি সেই ব্যক্তির কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হয়।

আপনি তওবা করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সকল পাপের গুনাহ ক্ষমা করে নিতে পারলেও, গীবত ও অপবাদের পাপ সমূহ ক্ষমা করে নিতে পারবেন না। আর আল্লাহ তায়ালা ও মানুষের গীবত ও পরনিন্দা পছন্দ করেন না।

আল্লাহতালা যে কাজ পছন্দ করেন না, আপনি যদি দুনিয়াতে সেই কাজ সবসময় করেন, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। তাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সবসময় গীবত ও অপবাদ দেওয়া থেকে দূরে থাকুন। ‌ আর যদি ইতিমধ্যেই অনেক মানুষের গীবত ও অপবাদ দিয়ে থাকেন, তাহলে সম্ভব হলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। ‌

১০. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল পাপ কাজ এড়িয়ে চলুন

ইসলামে পাপ বলে বিবেচনা করা হয়েছে, আপনি এমন সব কাজ ও আচরণ থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করুন। আর আপনি যদি ইতিমধ্যেই কোন পাপের সাথে জড়িত হয়ে থাকেন, তাহলে সেই পাপ কাজ থেকে ফিরে এসে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান,‌ এতে করে আল্লাহ তায়ালা আপনার পূর্বের সেই কৃতকর্মের জন্য ক্ষমা করতে পারেন। ‌

আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে পাপ কাজ না করার অঙ্গীকার করবেন, তখন আল্লাহ তায়ালা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ‌

আর ভবিষ্যতে আপনি যাতে কোন পাপ কাজ না করেন, সেজন্য এখন থেকেই দ্রব্য প্রতিজ্ঞা করুন।‌ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক পাপ কাজকে এড়িয়ে চলুন। ‌এটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০টি উপায় নিয়ে শেষ কথা

দুনিয়াতে আমাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, পরকালের জন্য আমল সঞ্চয় করা। আমরা দুনিয়াতে যেরকম কাজ করব, পরকালের সেরকমই পুরস্কারের মুখোমুখি হব। এক্ষেত্রে আমরা যদি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে পরকালে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের অধিবাসী হতে পারব।

তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য থাকবে, যাতে করে আমাদের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। এক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আদেশ-নির্দেশ গুলো মানার কথা বলেছেন, সেগুলো মান্য করুন। এর ফলে আপনি আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করতে পারবেন।

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *