7টি অবাক করা কেডি পাঠকের ধাঁধা জেনে নিন (KD Pathak)

21 May, 2023
৬টি অবাক করা কেডি পাঠকের ধাঁধা জেনে নিন
5/5 - (5 votes)

আপনি কি কেডি পাঠকের ধাঁধা খুজতেছেন? যদি কেডি পাঠকের ধাধা খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আপনাকে। কারণ আজকে আমরা কেডি পাঠকের ধাঁধা নিয়ে আরটিকেল সাজিয়েছি। আশা করি আমাদের আজকের লেকাটি আপনাদের ভালোই লাগবে।

৬টি অবাক করা কেডি পাঠকের ধাঁধা জেনে নিন

আদালত হলো সনি আটে প্রচারিত একটি সিরিজ যার পর্বের সংখ্যা ৪৩১ টি। এই আদালত নামের টেলিভিশন সিরিজ টি শুরু হয় ২০১৫ সালের ১১ জুলাই। আদালত টেলিভিশন সিরিজ টির নির্মাণ কোম্পানি হলো ছিল কন্টিল ইন্টারটেইনম্যান্ট। এই আদালত নামের সিরিজটিতে অভিনয় করেন

  • এ্যাডভোকেট কে.ডি. পাঠক/কে.ডি. শেখওয়াত চরিত্রে অভিনয় করেন রনিত রায়
  • বরুন জাবেরী (কেডির সহকারী) চরিত্রে অভিনয় করেন রোমিত রাজ
  • শারমান (কেডির সহযোগী) চরিত্রে অভিনয় করেন সারমান জৈন
  • সুনাইনা (কেডির সহযোগী) চরিত্রে অভিনয় করেন প্রেরনা ওয়ানভেরী
  • ইন্সপেক্টর শ্রীকান্ত ডেভ চরিত্রে অভিনয় করেন অজয় নায়েন
  • মিসেস বিলুমরিয়া চরিত্রে অভিনয় করেন নিলুফার
  • ইন্সপেক্টর সুরাজ রাথোড চরিত্রে অভিনয় করেন রাজা চৌধুরী রাজা চৌধুরী

কে ডি পাঠক মানে কি | কেডি পাঠক এর অর্থ কি

অনেকেই আছেন যারা কেডি পাঠক এর অর্থ কি? আমি আজকে আপনাদের জানিয়ে দিবো কে ডি পাঠক মানে কি? KD PATHAK অর্থ হলো Karen Divakar (কারেন ডিভাকার)

See also  পূর্ব বাংলার মুক্তির সনদ বলতে কী বোঝায়

কেডি পাঠকের ধাঁধা | কেডি পাঠকের ধাধা

০১। একজএকটি আলাদিন আছে যেটা থেকে একটি জীন বের হয় আর বলে যে আমি তোর একটাই ইচ্ছা পুরণ করব – বল তুই কি চাইবি – তখন বলে আমার মা এর চোখের দৃষ্টি চাই, বাবা বলে যে আমার টাকা চায়, আর স্ত্রী বলে যে আমার সন্তান চায়।

এখন প্রশ্ন হলো জীনের কাছ থেকে কোন ইচ্ছে টা চাইবে যে তার সব গুলো ইচ্ছে পুরণ হয়।

উত্তরঃ আমার মা আমার সন্তানকে সোনার দোলনায় দুলতে দেখতে চান।

০২। একজন প্রবীন ছিল আর একজন মেয়ে ছিল তো একদিন প্রবীন ব্যক্তিটি মেয়েটিকে বলো তুমি বাজার থেকে এমন জিনিস কিনে এনো যেটা ঘর ভর্তি হয়ে যায় আবার সেই জিনিস টি পকেটেও রাখা যায়। কি এমন জিনিস?

উওরঃ দেড়শলাইট / বডি স্প্রে

০৩। বিশ তলা বিল্ডিং এ বিশ তলায় এক ব্যক্তি জীবনের উপর বিরক্ত ছিল সে বিশ তলার জানালা পরিস্কার করছিল, হঠাত সে জানালা খুলল আর বিশ তলা থেকে লাফ দিল। কিন্তু মরল না। কিভাবে?

উওরঃ কারণ লোকটি জানালার বাহিরে লাফ না দিয়ে ঘরের ভিতরে লাফ দিয়েছিল।

০৪। তোমার মত একজন লোক ছিল যে প্রতিদিন খাবারে ডিম খেত, কিন্তু তার কাছে না মুরগি ছিল, না ওর কাছে ডিম কিনার পয়সা ছিল, না ও ডিম চুরি করতো, না ওকে কেউ ডিম গিফট করতো কিন্তু লোকটি কিভাবে প্রতিদিন ডিম খেত।

See also  জৈব মুদ্রা বলতে কি বুঝ

উওরঃ লোকটির কাছে একটি হাস ছিল যেটা থেকে প্রতিদিন ডিম খেত।

০৫। একটি ট্রাফিক হাবিলদার ছিল, নো ইন্ট্রিতে ডিউটি করছিল, আর নো ইন্ট্রিতে একটি টেক্সি ঢুকে গেল, কিন্তু ও ওকে আটকালো না। কেনো?

উওরঃ টেক্সি ড্রাইভার টেক্সি নিয়ে না পায়ে হেটে ঢুকেছিল নো ইন্ট্রিতে। এম আই রাইট।

০৬। একটি গাড়ি করে আটজন লোক যাচ্ছিল, ওই গাড়িটি মুম্বাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল, রাস্তায় কেউই নামি নাই গাড়ি থেকে কিন্তু গাড়িটি যখন দিল্লি পোছিল তখন সেটার মধ্যে কোনো সিঙ্গেল লোক ছিল না। বল কিভাবে?

উওরঃ কারণ ওই গাড়িতে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই বিবাহিত ছিলেন, নো বডি সিঙ্গেল।

KD একজন ভদ্র পরিশীলিত, বিদগ্ধ এবং রীতিবিরুদ্ধ আইনজীবী উকিল। তার সাফল্যের হার ১০০% কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল KD কেবলমাত্র তার মক্কেলের জন্য লড়েন না বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন।

Adalat প্রচারিত হয় প্রতি শনি ও রবিবার ইন্ডিয়া সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ৮.৩০ পর্যন্ত। Adalat আরও প্রচারিত হয় Sony Entertainment Television এশিয়া চ্যানেলে। এছাড়াও Adalat Bangla ভাষায় ডাবিংকৃত Sony Aat চ্যানেলে ইন্ডিয়ায সময় রাত ১০.০০ প্রতি বৃহস্পতিবার শুক্রবার প্রচারিত হয়।

আর্টিকেলের শেষকথাঃ আমরা এত সময় ধরে জেনে নিলাম কেডি পাঠকের ধাঁধা বা কেডি পাঠকের ধাধা। আশা করি তোমাদের ভালই লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই রকম ভিবিন্ন টাইপের পোষ্ট পেতে ভিজিট করুন উইকিপ্রিয়.কম।

See also  রাতে বাচ্চা কান্না করলে কোন সূরা পড়তে হয় এটা সবার জানা দরকার

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *