গ্রামীণ ও নগর অর্থনীতি বলতে কি বুঝায়

7 Oct, 2023
গ্রামীণ ও নগর অর্থনীতি বলতে কি বুঝায়
Rate this post

গ্রামীণ ও নগর অর্থনীতি বলতে কি বুঝাই

প্রশ্নঃ গ্রামীণ ও নগর অর্থনীতি বলতে কি বুঝাই

উত্তরঃ গ্রামীণ ও নগর অর্থনীতি নিম্নে দেওয়া হইলঃ

(ক) গ্রামীণ অর্থনীতিঃ  হামকেন্দ্রিক অর্থনৈতিক কার্যাবলির সমষ্টিক নাম গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ জনগণের উৎপাদন, বণ্টন, বিনিময়, ভোগ ইত্যাদি অর্থনৈতিক কার্যাবলি, আর, সঞ্চয়, মূলধন গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান এসব অর্থনৈতিক শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া গ্রামীণ অর্থনীতির অন্তর্ভুক্ত।

বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। বলা চলে, বাংলাদেশ একটি বড় গ্রাম। এদেশের গ্রামীণ অর্থনীতি সমস্যায় জর্জরিত। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কৃষিভিত্তিক। তাই গ্রামীণ অর্থনীতির সমস্যা প্রধানত কৃষিরই সমস্যা।

(খ) নগর অর্থনীতিঃ বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এখানে ব্যাপকহারে নগর ও শহর গড়ে ওঠে নি। ৬৪টি জেলা শহর ও ৬টি বিভাগীয় শহর নিয়ে বাংলাদেশের শহরাঞ্চল। শহরাঞ্চলের মধ্যেও উন্নয়ন ও নাগরিক সুবিধার তারতম্য রয়েছে। 

নগরকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে ওঠে তাকে নগর অর্থনীতি বলে। 

বিভাগীয় শহরগুলো, জেলা শহরের চেয়ে উন্নত ও অধিকতর নাগরিক সুবিধা সম্বলিত। বিভাগীয় শহরসমূহের মধ্যে আবার ঢাকা এবং চট্টগ্রাম নগরের মর্যাদা বেশি।

সর্বাধিক সুযোগ-সুবিধার সমাবেশ ঘটেছে রাজধানী ঢাকা নগরে। কিন্তু শহরাঞ্চলের পরিসর ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এখানে বেশকিছু সমস্যা রয়েছে।

See also  নগর দারিদ্র্য কি | নগর দারিদ্র্য কাকে বলে

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *