জনসংখ্যার বয়স কাঠামো কি | বয়স ও লিঙ্গ কাঠামো কী

29 Sep, 2023
জনসংখ্যার বয়স কাঠামো কি বয়স ও লিঙ্গ কাঠামো কী
Rate this post

জনসংখ্যার বয়স কাঠামো কি | বয়স ও লিঙ্গ কাঠামো কী

উত্তর : ভূমিকা : বয়স কাঠামো হলো জনসংখ্যাকে বিভিন্ন বয়সের অনুপাতে ভাগ করা। অর্থাৎ জনসংখ্যাকে বিন্যস্ত করার অন্যতম একটি আদর্শ মান হিসেবে বয়সকে ধরা হয়।

এ কাঠামোর মাধ্যমে বিভিন্ন বয়সী জনসংখ্যার এবং প্রকৃত অবস্থা বা অনুপাত সম্পর্কে জানার জন্য বয়স কাঠামো দরকার। কারণ কোনো দেশে কোনো জনসংখ্যা বেশি তার উপর ভবিষ্যৎ জনসংখ্যার হার এবং অর্থনৈতিক অবস্থা নির্ভর করে।

এজন্য জনবিজ্ঞানে গুরুত্বপূর্ণ আলোচনা হলো বয়স কাঠামো বা বয়স সংযুক্তি। বয়স কাঠামো হলো কোনো দেশের জনসংখ্যাকে বয়সের ভিত্তিতে বিভিন্ন বিভাজন করা ।

→ বয়স কাঠামো : কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যাকে বয়সের ভিত্তিতে বিভিন্ন বয়সে বিন্যস্ত বা ভাগ করার নাম হলো বয়স কাঠামো। বয়সকে মুখ্য বিষয় এবং এক্ষেত্রে লিঙ্গভিত্তিক বিন্যাসকেও গৌণ হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। বয়স কাঠামো মূলত জনসংখ্যা কাঠামোর অনুরূপ।

অন্যভাবে আমরা বলতে পারি, জনসংখ্যার বয়স কাঠামো মূলত একটি আদর্শ জনসংখ্যার ভিত্তি এবং মৌল জনসংখ্যা তত্ত্বের প্রধান বিষয়বস্তু । জনসংখ্যার বয়স কাঠামোর মাধ্যমে প্রজনন, স্থানান্তর ও মৃত্যুর ভবিষ্যৎ হার নির্ধারণ করে ।

প্রামাণ্য সংজ্ঞা : জনসংখ্যার বয়স কাঠামো সম্পর্কে বিভিন্ন জনবিজ্ঞানী তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো : W.S Thompson এবং D.T. Lewis-এর মতে, “কোনো জনগোষ্ঠীর জীবনকালকে ছোট ছোট সময় ব্যাপ্তির মাধ্যমে বিভক্ত করে প্রকাশ করাকে জনসংখ্যার বয়স কাঠামো বলে ।”

See also  বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি কি

জনবিজ্ঞানী R. Rama Kumar তাঁর Technical Demography গ্রন্থে বর্ণনা করেন, “Age Structure We Mean the Particular Way the Population is Composed of People of Different ages, that is a Comparative Apprisal of the Rebtive Size of the Different age Groups.”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, জনবিজ্ঞানীদের মতে জনসংখ্যা কাঠামো হলো মূলত জনসংখ্যাকে বয়সের ভিত্তিতে বিভিন্ন বয়সে বিভাজন করা। জনসংখ্যার বয়স কাঠামোর দ্বারা শুধুমাত্র বর্তমানে প্রজনন, স্থানান্তর ও মৃত্যু জানা যায় না, বরং এর দ্বারা ভবিষ্যৎ জনসংখ্যার হার এবং অর্থনৈতিক অবস্থা নির্ভর করে ।

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *