
জনসংখ্যা নিয়ন্ত্রণ কি জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো জনসংখ্যা সমস্যা। এদেশে জনসংখ্যা সমস্যা ক্রমেই প্রকট আকার ধারণ করছে। সুতরাং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, জীবনযাত্রার মান নির্ণয়ের জন্য, সঠিকভাবে শিক্ষা প্রসারের জন্য, সচেতনতা ইত্যাদির জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি।
জনসংখ্যা নিয়ন্ত্রণ হলো সাধারণত দেশের আয়তন এবং সুবিধা-সুযোগের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা প্রশমন বা নিবারণ করা। সীমিত সম্পদ দ্বারা বিশাল জনসংখ্যার চাহিদা মেটানো সম্ভব হয় না। নিয়ন্ত্রণের মূল কথা হলো কমিয়ে আনা। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে বোঝায় বাড়তি জনসংখ্যাকে কমিয়ে আনা।
→ জনসংখ্যা নিয়ন্ত্রণ : জনসংখ্যা নিয়ন্ত্রণ হলো অধিক হারে জনসংখ্যা বৃদ্ধিকে রোধ করা। অন্যভাবে বলা যায়, নিয়ন্ত্রণ বলতে বুঝায় হ্রাস করা, কমিয়ে আনা, প্রশমন করা ইত্যাদি। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে বোঝায় নিয়মকানুনের মাধ্যমে বাড়তি জনসংখ্যা কমিয়ে দেওয়া এবং একই সাথে যাতে অতিরিক্ত জনসংখ্যা বাড়তে না পারে তার ব্যবস্থা করা ।
জনসংখ্যা নিয়ন্ত্রণ এর ইংরেজি শব্দ হলো Population Control Population Regulate. Oxford Advanced learners Dictionary To Control by Means of Rules and Restrictions অর্থাৎ নিয়ম বা নিরোধের মাধ্যমে জনসংখ্যাকে সীমাবদ্ধ করে দেওয়াই হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ।
জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে পৃথিবীর কোনো অঞ্চলের জনসংখ্যাকে কাম্য স্তরে আনা সম্ভব। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে সাধারণত পরিবার পরিকল্পনা গ্রহণ করাকে বোঝায়।
অর্থাৎ পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিবার ছোট রাখার নামই জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অধিক তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য।
যেভাবে জনসংখ্যা নিয়ন্ত্ৰণ করা যায় তার মধ্যে কয়েকটি হলো, খাবার বড়ি, কনডম, ইনজেকশন, ভ্যাসেকটমি, কপারটি, লাইগেশন ইত্যাদি ।
তাছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জনসংখ্যা নীতি গ্রহণ করতে হবে । যেমন— আমাদের দেশে জনসংখ্যা নীতির মূল কথা হলো- “ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট”। আবার চীনের জনসংখ্যা নীতির মূল কথা হলো- “One Couple One Child” ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, “আমাদের দেশে যে জনসংখ্যা বিদ্যমান এবং জনসংখ্যা বৃদ্ধির হার যা দাঁড়িয়েছে তাতে জনসংখ্যা নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। যদি নিয়ন্ত্রণকে কাজে না লাগাই তবে দেশের জনসংখ্যা এবং সম্পদের সাথে সামঞ্জস্য করা সম্ভব হবে না। এমনকি জনগণের মৌলিক চাহিদাও পরিপূর্ণভাবে পূর্ণ করা সম্ভব হবে না।