
ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ – ধরুন আপনার কাছে বেশি পরিমাণে টাকা আছে। আপনি যদি টাকাগুলো নিরাপদের সুবিধার্থে ডাচ বাংলা ব্যাংকে রাখতে চান তাহলে এটি আপনার জন্য উত্তম ডিসিশন হবে। বিভিন্ন রকমের আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যাংক। ব্যাংকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আর্থিক সেবা নিয়ে থাকি।
বাংলাদেশের যত প্রকার প্রাইভেট ব্যাংক রয়েছে তার মধ্যে ডাচ বাংলা ব্যাংক অন্যতম। আজকের এই পোস্টে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ নিয়ম অনুযায়ী মাসে বা বছরে আপনাকে কি পরিমাণ মুনাফা প্রদান করবে।
ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ নিয়ম অনুযায়ী ৩ মাস মেয়াদী মুনাফার পরিমান:
ডাচ বাংলা ব্যাংক ফিক্স ডিপোজিট রেট ২০২৩ এর রেট অনুযায়ী আপনি তিন মাসে টিন সহ এবং টিন ছাড়া কত টাকা করে মুনাফা পাবেন তা নিয়ে আলোচনা শুরু করা যাক।
আপনি যখন ডাচ বাংলা ব্যাংকের ফিক্স ডিপোজিট করবেন তখন আপনি টিনসহ করতে পারেন এবং টিন ছাড়াও করতে পারেন। যদি টিন ছাড়া ফিক্স ডিপোজিট করেন তাহলে ৫ পার্সেন্ট সুদ বেশি পাবেন।
- আপনি যদি ১ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট করেন তাহলে তিন মাস পর টিনসহ পাবেন ১২৬০ টাকা।
- যদি ১ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট করেন তাহলে তিন মাস পর টিনছাড়া পাবেন ১১৯০ টাকা।
- যদি ২,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট করেন তাহলে তিন মাস পর টিনসহ ২৫২০ টাকা পাবেন।
- যদি ২,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট করেন তাহলে তিন মাস পর টিনছাড়া ২৩৮০ টাকা পাবেন।
- আপনি যদি ৩ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট বা (FDR) করেন তাহলে তিন মাস পর টিনসহ পাবেন ৩৭৮০ টাকা।
- যদি ৩,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট করে থাকেন তাহলে তিন মাস শেষে টিনছাড়া ৩৫৭০ টাকা পাবেন।
- যদি ৪,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট অথবা এফডিআর করেন তাহলে তিন মাস পর টিনসহ পাবেন ৫০৪০ টাকা।
- আপনি যদি ৪,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট অথবা এফডিআর করেন তাহলে তিন মাস পর টিনছাড়া পাবেন ৪৭৬০ টাকা।
- আপনি যদি ৫,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট অথবা এফডিআর করেন তাহলে তিন মাস পর টিনসহ পাবেন ৬৩০০ টাকা।
- আপনি যদি ৫,০০,০০০ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ফিক্স ডিপোজিট অথবা এফডিআর করেন তাহলে তিন মাস পর টিনছাড়া পাবেন ৫৯৫০ টাকা।
ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ নিয়ম অনুযায়ী ৬ মাস মেয়াদী মুনাফার পরিমান:
- আপনি যদি এক লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদী এফডিআর করেন তাহলে টিনসহ পাবেন ২৫৬৫ টাকা।
- যদি এক লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদী এফডিআর করেন তাহলে টিনছাড়া পাবেন ২৪২২ টাকা।
- আপনি যদি দুই লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করতে চান তাহলে টিনসহ পাবেন ৫১৩০ টাকা।
- যদি দুই লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করতে চান তাহলে টিনছাড়া পাবেন ৪৮৪৫ টাকা।
- আপনি যদি তিন লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করতে চান তাহলে টিনসহ পাবেন ৭৬৯৫ টাকা।
- যদি তিন লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করতে চান তাহলে টিনছাড়া পাবেন ৭২৬৭ টাকা
- আপনি যদি চার লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করার কথা ভেবে থাকেন তাহলে টিনসহ পাবেন ১০,২৬০ টাকা।
- যদি চার লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করার কথা ভেবে থাকেন তাহলে টিন ব্যতীত পাবেন ৯৬৯০ টাকা।
- আপনার যদি পাঁচ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করার ইচ্ছা হয়ে থাকে তাহলে টিনসহ পাবেন ১২,৮২৫ টাকা।
- আপনার যদি পাঁচ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ৬ মাস মেয়াদে এফডিআর করার ইচ্ছা হয়ে থাকে তাহলে টিনছাড়া পাবেন ১২,১১২ টাকা।
ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ নিয়ম অনুযায়ী ১২ মাস মেয়াদী মুনাফার পরিমান:
- আপনি যদি এক লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদী FDR করেন তাহলে টিনসহ পাবেন ৫২২০ টাকা।
- যদি এক লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদী FDR করেন তাহলে টিনছাড়া পাবেন ৪৯৩০ টাকা।
- আপনি যদি ২ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদী FDR করেন তাহলে টিনসহ পাবেন ১০,৪৪০ টাকা।
- যদি ২ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদী FDR করেন তাহলে টিনছাড়া পাবেন ৯৮৬০ টাকা।
- যদি ৩ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদী FDR করেন তাহলে টিনসহ পাবেন ১৫,৬৬০ টাকা।
- যদি ৩ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদী FDR করেন তাহলে টিনছাড়া পাবেন ১৪৭৯০ টাকা।
- আপনি যদি চার লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদে এফডিআর করার কথা ভেবে থাকেন তাহলে টিনসহ পাবেন ২০৮৮০ টাকা।
- যদি চার লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদে এফডিআর করার কথা ভেবে থাকেন তাহলে টিন ব্যতীত পাবেন ১৯৭২০ টাকা।
- আপনার যদি পাঁচ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদে এফডিআর করার ইচ্ছা করে থাকেন তাহলে টিনসহ পাবেন ২৬১০০ টাকা।
- আপনার যদি পাঁচ লক্ষ টাকা ডাচ-বাংলা ব্যাংকে ১২ মাস মেয়াদে এফডিআর করার ইচ্ছা করে থাকেন তাহলে টিনছাড়া পাবেন ২৬৫০ টাকা।
ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ উপরের তালিকা গুলো খেয়াল করলে দেখতে পাবেন, মেয়াদ অনুযায়ী আপনার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেমন- তিন মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে আপনি যে পরিমাণ এমাউন্ট মুনাফা হিসেবে পাচ্ছেন ছয় মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট করলে তার চেয়ে দ্বিগুণ লাভ পাচ্ছেন।
৬ মাস মেয়াদী ও তিন মাস মেয়াদি ফিক্স ডিপোজিট এর চেয়ে আপনি যদি ১২ মাস মেয়াদে ফিক্স ডিপোজিট করে থাকেন তাহলে এই দুটি মেয়াদের তুলনায় ১২ মাস মেয়াদে মুনাফা বেশি লাভ করতে পারবেন।
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে রিড আউট করেন তাহলে ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ এর তিন ধরনের মেয়াদের FDR রেট সম্পর্কে অবগত হতে পারবেন।