
নগর দারিদ্র্য কি | নগর দারিদ্র্য কাকে বলে
উত্তর : ভূমিকা : অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সামাজিক সমস্যার মধ্যে দারিদ্র্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল বিশ্বের দেশ বিধায় বাংলাদেশেও যে দারিদ্র্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যা সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

নগর দারিদ্র্য কি | নগর দারিদ্র্য কাকে বলে
বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায় দেখা যায় যে, দারিদ্র্য কেবল গুরুত্বপূর্ণ সমস্যাই নয়, সাথে সাথে অন্যান্য সকল ধরনের সমস্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট।
নিম্নে দারিদ্র্য সম্পর্কে কতিপয় জনপ্রিয় সংজ্ঞা প্রদত্ত হলো :
→ দারিদ্র্য : (নগর দারিদ্র্য) : নগর দারিদ্র্য হলো নগর জীবনে বিরাজমান বিভিন্নমুখী সমস্যার সমষ্টিগত রূপ। অর্থাৎ বলা যায়, নিম্নমানের ঘরবাড়ি, নিম্ন আয়স্তর, কর্মদক্ষতার অভাব, সাংস্কৃতিক সীমাবদ্ধতা, অপরাধ প্রবণতা, অজ্ঞতা, নিরক্ষরতা, নিম্নমানের শিক্ষা প্রভৃতির সমন্বয়ে সৃষ্ট অবস্থার প্রেক্ষিতে নগরে বসবাস উপযোগী জীবনযাত্রার মান বজায় রাখার অপারগতাই হলো নগর দারিদ্র্য।
১. Centre for Urban Studies (CUS) কর্তৃক নগর দারিদ্র্য ও দরিদ্র জনগণের যে ধারণা-প্রদান করা হয়েছে তা হলো : “Urban poverty may be contentualise into two aspects, Leconomic and social. The Urban Pour people can not afford meet the basic human needs including food, clothing, primary health care, education and shelter.” অর্থাৎ, নগর দারিদ্র্যকে অর্থনৈতিক এবং সামাজিক, এই দুই দিক থেকে সংজ্ঞায়িত করা যায়।
যেসব নগরবাসী তাদের মৌল মানবিক প্রয়োজনসমূহ । যেমন : খাদ্য, বস্ত্র, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান পূরণ করতে পারে না তাদের নগর দারিদ্র্য বলে ।
২. Prof. Nazrul Islam কতগুলো মৌল মানবিক চাহিদা পূরণের মাত্রাগত দিক বিবেচনায় নগর দারিদ্র্যকে সংজ্ঞায়িত করেছেন।
তাঁর মতে, পুষ্টি (২১২২ কিলোক্যালরি), বস্ত্র (কমপক্ষে দুইসেট), স্বাস্থ্যসেবা (শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য সেবা), শিক্ষা (প্রাথমিক শিক্ষা অর্জনের সক্ষমতা) এবং পরিবারের জন্য আশ্রয় (কিছু স্বতন্ত্র কক্ষ)।
তবে সাধারণত প্রতিটি দেশেই ন্যূনতম গ্রহণযোগ্য জীবন মানের নির্দেশক কতকগুলো নিয়ামক বা উপাদান রয়েছে যা দ্বারা কোনো দেশের দরিদ্র ও অদরিদ্র এই দুই শ্রেণির সীমা নির্ধারণ করা হয়। এই নির্ধারক হিসেবে ক্যালরি গ্রহণ। মাথাপিছু আয়, আয়ুষ্কাল প্রভৃতি বিভিন্ন বিষয় কাজ করতে পারে ।
সুতরাং নগর দারিদ্র্য হলো নগরীয় জনগণের আর্থসামাজিক অবস্থার এমন একটি রূপ, সেখানে কোনো ব্যক্তি পরিবার তার ন্যূনতম শারীরিক, মানসিক ও সামাজিক প্রয়োজনসমূহ পূরণে ব্যর্থ হয় এবং এই অবস্থা তার শারীরিক ও মানসিক কর্মদক্ষতা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, একটি দেশের গতিশীল উন্নয়ন প্রক্রিয়ায় শহরায়ন অপরিহার্য হলেও দ্রুত ও অপরিকল্পিত শহরায়ন সামগ্রিক নগর উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টির মাধ্যমে। আর নগর দারিদ্র্য এর মধ্যে অন্যতম। তাই আমাদের অবশ্য করণীয় উক্ত সমস্যার পরিকল্পিত সমাধান করা।