
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার রোধের উপায়গুলো কী কী
প্রশ্নঃ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার রোধের উপায়গুলো কী কী
উত্তর – জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার রোধে নিম্নলিখিত পন্থা অবলম্বন করা যায় :
(1)শিক্ষা বিস্তারের মাধ্যমেঃ
কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হলে ঐ দেশে ব্যাপক শিক্ষা বিস্তারের প্রয়োজন। শিক্ষিত জনগণ জীবনযাত্রার মান উঁচু রাখার জন্য পরিবারের লোকসংখ্যা সীমিত রাখে।
(ii) ধর্মীয় ও সামাজিক প্রথা বন্ধের মাধ্যমে ঃ
বাংলাদেশের জনগণ খুবই ধর্মভীরু। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধর্ম ও সামাজিক প্রভাবমুক্ত করতে পারলে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যাবে।
(iii) বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধের মাধ্যমেঃ
বাংলাদেশে আইন করে বাল্যবিবাহ ও বহুবিবাহের প্রচলন বন্ধ করলে জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার রোধ করা যাবে।
(iv)জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমেঃ
বাংলাদেশের প্রত্যেক দম্পত্তি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাবে।
এ ছাড়াও বাংলাদেশের স্ত্রীলোকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে পারলে অধিক সন্তান জন্ম দিবে না। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে।