বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার রোধের উপায়গুলো কী কী

7 Oct, 2023
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার রোধের উপায়গুলো কী কী
Rate this post

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার রোধের উপায়গুলো কী কী

প্রশ্নঃ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার রোধের উপায়গুলো কী কী

উত্তর – জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার রোধে নিম্নলিখিত পন্থা অবলম্বন করা যায় :

(1)শিক্ষা বিস্তারের মাধ্যমেঃ

কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হলে ঐ দেশে ব্যাপক শিক্ষা বিস্তারের প্রয়োজন। শিক্ষিত জনগণ জীবনযাত্রার মান উঁচু রাখার জন্য পরিবারের লোকসংখ্যা সীমিত রাখে।

(ii) ধর্মীয় ও সামাজিক প্রথা বন্ধের মাধ্যমে ঃ

বাংলাদেশের জনগণ খুবই ধর্মভীরু। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধর্ম ও সামাজিক প্রভাবমুক্ত করতে পারলে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যাবে।

(iii) বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধের মাধ্যমেঃ

বাংলাদেশে আইন করে বাল্যবিবাহ ও বহুবিবাহের প্রচলন বন্ধ করলে জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার রোধ করা যাবে।

(iv)জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমেঃ

বাংলাদেশের প্রত্যেক দম্পত্তি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাবে।

এ ছাড়াও বাংলাদেশের স্ত্রীলোকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে পারলে অধিক সন্তান জন্ম দিবে না। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে।

See also  গ্রামীণ ও নগর অর্থনীতি বলতে কি বুঝায়

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *