মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সমূহ

12 Aug, 2023
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ
Rate this post

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অনেক লোকের কাছেই অগ্রহণযোগ্য হলেও, কিছু মানুষের কাছে তিনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত। যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই বিভিন্ন দল এবং ব্যক্তির কাছে তাকে ভালো নাও লাগতে পারে।

কিন্তু, একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কিছু উদ্যোগ রয়েছে, যেগুলো বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিকে ব্যাপকভাবে বদলে দিয়েছে।

তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের জন্য এমন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, যেগুলো দেশের দীর্ঘমেয়াদী এবং মানুষের উন্নয়নে প্রত্যক্ষভাবে উপকার করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অনুযায়ী, তিনি এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত দেশ তৈরি করতে চান। আর তিনি এ দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠ করতে চান।

Table of Contents

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ | প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ | প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কারণেই এমন কিছু বিশেষ উদ্যোগ নিয়েছেন, যার ফলে তার এই লক্ষ্য পূরণ করা সহজ হবে। চলুন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ১০ টি বিশেষ উদ্যোগ সম্পর্কে দেখানো যাক, যেগুলো দেশে আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্যোগ ১: আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্প নামে একটি উদ্যোগ গ্রহণ করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো, নিজস্ব পুঁজি গঠন ও বিনিয়োগে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকায়নের মাধ্যমে দারিদ্র্য নিদর্শন করা এবং সেই সাথে টেকসই উন্নয়ন করা।

আমার বাড়ি আমার খামার প্রকল্পটির ১ জুলাই ২০১৬ সাল পর্যন্ত অংশ “পল্লী সঞ্চয় ব্যাংক” নামে যাত্রা শুরু করেছে এবং বর্তমান চলমান-অংস সমাপ্তির পর ও প্রকল্পের বাকি অংশ সদস্য ও সম্পদ বর্ণিত ব্যাংকে স্থানান্তরিত হবে। এ ব্যাংকের ৪৯ শতাংশ অংশের মালিক এই প্রকল্পের উপকারভোগীগন।

See also  ভালো মৃত্যুর ১৫ টি আলামত | ভালো মৃত্যুর কিছু আলামত

উদ্যোগ ২: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আশ্রয়ন প্রকল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন ও অসহায় পরিবারের পূর্ণবাস ন করার জন্য আশ্রয়ন প্রকল্পের উদ্যোগ নেন। ‌ এ প্রকল্পের আওতায় তিনি সারা দেশ জুড়ে ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন ও অসহায় ভূমিহীন পরিবারদের বাড়ি নির্মাণ করে দেন।

আশ্রয়ন প্রকল্পের আওতায় তিনি গৃহীন মানুষদের জন্য একটি করে সেমি পাকা ঘর নির্মাণ করে দেন এবং যেখানে বিদ্যুৎ এবং যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়া হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের ফলে সারা দেশ জুড়ে হাজার হাজার ঘর নির্মাণ করা হয়েছে এবং সেগুলোতে গ্রহীন মানুষদের আশ্রয় হয়েছে। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গৃহহীন এবং ভূমিহীন মানুষদের জন্য এটি একটি বিশেষ উদ্যোগ।

উদ্যোগ ৩:  প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ

জনগণের দোরগোড়ায় অনলাইনে রাষ্ট্রীয় সেবা পৌঁছানো এ আওতার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, করে ভোগান্তিবিহীন, দুর্নীতিমুক্ত ও সচেতার সাথে সর্বতম সময়ের মধ্যে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগের ফলে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষ তার ঘরে বসেই সরকারি যাবতীয় তথ্য ও সেবা ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারছেন। সরকারের বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি একটি অন্যতম উদ্যোগ।

বর্তমানে ভোগান্তিহীন সরকারি যাবতীয় তথ্য ঘরে বসে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্বেগ সত্যিই প্রশংসনীয় এবং যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি ভালো উদ্যোগ।

উদ্যোগ ৪: শিক্ষা সহায়তা কর্মসূচি উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ গুলোর মধ্য থেকে শিক্ষা সহায়তা কর্মসূচি একটি বিশেষ উদ্যোগ। তার এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা সরাসরি তাদের শিক্ষা কার্যক্রমে সুফল পাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনয়ন করা। সেই সাথে এ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা। সেইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা কর্মসূচি উদ্যোগের অংশ হিসেবে মেয়েদের শিক্ষা সহায়তা উপবৃত্তি প্রদান করা, সকল শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান, পর্যায়ক্রমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করা।

আর সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই আইটি নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রবর্তনসহ শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছেন।

See also  (অজানা তথ্য) জয়নুল আবেদিন সম্পর্কে ১০টি বাক্য জেনে নিই

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা কর্মসূচির উদ্যোগের ফলে প্রতিবছর 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া হয় এবং যার ফলে দেশের শিক্ষার হার ৭৩.৯১ শতাংশে উন্নীত হয়েছে।

উদ্যোগ ৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়ন উদ্যোগ

সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি, শিক্ষা ও বিভিন্ন কাজে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং আইন, বিজি প্রণয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ করেন।

নারীর সার্বিক উন্নয়ন নিষেধ করার জন্য তিনি “জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১”, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা ২০১৩, ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডি এন এ) আইন ২০১৪, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ ইত্যাদি প্রণয়ন করেন।

সেই সাথে তিনি নারীর ক্ষমতায়নের উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী ১২ হাজার ৯৫৬ টি পল্লী মাতৃ স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, মা ও শিশুর যত্ন সহ যাবতীয় বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করার ব্যবস্থা করেন।

নারীর ক্ষমতায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এর মধ্যে এটি ও একটি বিশেষ উদ্যোগ।

উদ্যোগ ৬:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র বিমোচন এবং দেশের আকর্ষ সামাজিক ও মানব সম্পদ উন্নয়নের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কর্মসূচি গ্রহণ করেন। তার এই উদ্যোগের আওতায় দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

২০০৯ সালে দ্বিতীয় মেয়াদের দায়িত্বে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বৈপ্লবিক অগ্রগতি সাধন করেন এবং তার নেতৃত্বে সারা দেশে বিদ্যুতের আলো পৌঁছে দেন।

ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের আওতায় প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি, সৌর বিদ্যুৎ, উইন্ডমিল ও ভাইরাস থেকে ও বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নেন এবং যেগুলো বর্তমানে একটি সফল প্রকল্প। সেই সাথে বর্তমানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে পরমাণু বিদ্যুৎ উৎপাদন।

উদ্যোগ ৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগ

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের ফলে, সন্তান সম্ভবা মায়েদের মাতৃত্বকালীন যাবতীয় সেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা প্রদান করা, মা ও শিশুর খাদ্য ও পুষ্টির বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জটিল স্বাস্থ্য সমস্যা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

See also  লোকমান হাকিমের ১০টি উপদেশ জেনে নিন কাজে লাগবে

গ্রামের মানুষদের দুর্বলায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সারাদেশে এ পর্যন্ত ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এবং যেখানে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে স্বাস্থ্য সেবা পান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের ফলে দেশে মাতৃমৃত্যুর হার অনেক কমে যায় এবং দরিদ্র মানুষের চিকিৎসা সেবা আরো একধাপ এগিয়ে যায়।

উদ্যোগ ৮: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কর্মসূচি উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের দরিদ্র জনগোষ্ঠী হ্রাস করার জন্য এবং দারিদ্র্য বিমোচনের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগের ফলে দেশের দারিদ্র্যের হার আনুপাতিকভাবে কমে যায়।

একটি দেশের উন্নয়নশীল অর্থনীতির থেকে উত্তরণের পর্যায়ে সাধারণত পুঁজি গঠনের কারণে, সচারচর ধনী গরিবদের মধ্যে বৈষম্য ক্রমাগতভাবে বাড়তে থাকে। তাই উন্নয়নের এ পর্যায়ে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যে কোন দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে তার দশটি অগ্রাধিকার কর্মসূচির আওতাভুক্ত করেন।

২০০৯ সালের দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ক্রমাগত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও এর বাজেট বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ এর মধ্যে এটি একটি অন্যতম উদ্যোগ বলে মনে করা হয়।

যেখানে এই প্রকল্পের আওতায় দরিদ্র এবং অসহায় জনগোষ্ঠীকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আরো বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা করা হয়।

উদ্যোগ ৯: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিকাশ উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। এই উদ্যোগের ফলে, বিদ্যুৎ, আইসিটি এবং যোগাযোগ খাতে উন্নয়ন ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

বিনিয়োগ বিকাশ উদ্যোগের অংশ হিসেবে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন সহ ইতিমধ্যেই অনেক কাজের বাস্তবায়ন করা হয়েছে।

উদ্যোগ ১০: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ সুরক্ষার উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, গবেষণা, উদ্ভিজ্জ জরিপ এবং বোনের সম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই পরিবেশ ও বন নিশ্চিত করার জন্য পরিবেশ সুরক্ষা উদ্যোগ গ্রহণ করেন।

বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য মোট বনভূমির পরিমাণ বাড়ানো, বন ও বনজ সম্পদের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সনাক্তকরণ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই পরিবেশ উন্নয়ন করার লক্ষ্যে তার এই বিশেষ উদ্যোগ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ মধ্যে পরিবেশ সুরক্ষা উদ্যোগটি দেশ ও জাতির জন্য বেশ সহায়ক একটি উদ্যোগ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে শেষ কথা

বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করেছেন এবং বর্তমানে ও করছেন।  তিনি যতগুলো উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করেছেন সেগুলোর মধ্যে থেকে এই ১০ টি উদ্যোগ বিশেষভাবে লক্ষণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ১০ টি উদ্যোগ দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে উন্নতি করতে ব্যাপকভাবে ভূমিকা রেখেছে।

সেই সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দশটি উদ্যোগ তার সরকারের পরিচিতি এবং উন্নয়নের প্রতীক হিসেবেও তুলে ধরা যায়।

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *