সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ এ কত জেনে নিন

18 Oct, 2023
সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৩
Rate this post

সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট – ব্যাংকিং সেবা আবিষ্কার হওয়ার পর থেকে বর্তমান যুগে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। বর্তমানে ৯০% মানুষেরই ব্যাংক একাউন্ট রয়েছে। যারা ব্যাংক একাউন্ট খুলে থাকেন বা ব্যবহার করছেন তারা ফিক্সড ডিপোজিট খোলা নিয়েও কিছু চিন্তা ভাবনা করে থাকেন।

ফিক্সড ডিপোজিট রেট এমন একটি মাধ্যম যার ফলে মাসে কত পার্সেন্ট ইন্টারেস্টে কত টাকা ব্যাংকে জমা রাখলে এক বছরে বা ছয় মাস পর কি পরিমাণ মুনাফা পাবেন সেটি নির্ধারণ করা হয়।

সোশ্যাল ইসলামী ব্যাংকে যদি আপনি ব্যাংক একাউন্ট খুলে থাকেন তাহলে আপনি কোন ধরনের ফিক্স ডিপোজিট রেট নির্ধারণ করতে চান সেটি আপনার খোলা ব্যাংক অ্যাকাউন্টের ধরনের উপর নির্ভর করে।

সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্স Depsit রেটে এপ্লাই করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে।যেমন- নমিনির এক কপি ছবি, আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট কপি অথবা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডের কপি, নিজের সাইন , এ্যাকাউন্ট নাম্বার।

See also  বিশ্বের সবচেয়ে বড় ১০টি জাহাজ সম্পর্কে জানুন

চলুন তাহলে দেরি না করে জেনে নেয়া যাক,সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্স ডিপোজিট রেট অনুযায়ী মাসে কত পারসেন্ট ইন্টারেস্টে কত টাকা ব্যাংকে জমা রাখলে আপনি অর্ধবছরে বা বছরে কি পরিমান লাভ পেতে পারেন।

Social ইসলামী ব্যাংক ফিক্স ডিপোজিট রেট অনুযায়ী;

  • আপনি যদি ৬ মাসে ৩ পার্সেন্ট ইন্টারেস্টে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে বছরের মাঝে ১৫০০ টাকা মুনাফা পাবেন।
  • যদি ৩ মাসে ৩ পার্সেন্ট ইন্টারেস্টে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ত্রৈমাসিক ৭৫০ টাকা।

সোশ্যাল Islamic ব্যাংক ফিক্স ডিপোজিট রেট অনুযায়ী;

  • আপনি যদি ৪ মাস পরপর চার পার্সেন্ট ইন্টারেস্টে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ত্রৈমাসিক ২২৬৭ টাকা মুনাফা পাবেন।
  • আপনি যদি ৫ মাস পরপর চার পার্সেন্ট ইন্টারেস্টে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ত্রৈমাসিক ৩৩৩৩ টাকা মুনাফা পাবেন।

সোশ্যাল ইসলামী Bank ফিক্স ডিপোজিট রেট অনুযায়ী;

  • আপনি যদি তিন মাস পর পর সাত পার্সেন্ট ইন্টারেস্টে ৩ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখার ইচ্ছা পোষণ করেন তাহলে ত্রৈমাসিক ৫২৫০ টাকা মুনাফা পাবেন।
  • চার মাস পর পর সাত পার্সেন্ট ইন্টারেস্টে ৩ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে বছরের মাঝে ৭০০০ টাকা মুনাফা পাবেন

সোশ্যাল ইসলামী ব্যাংক fix ডিপোজিট রেট অনুযায়ী;

  • আপনি যদি ছয় মাস পর পর ৬ পার্সেন্ট ইন্টারেস্টে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রতি মাসে ১৮০০০ টাকা করে লাভ পাচ্ছেন।
  • যদি ৩ মাস পর পর ৬ পার্সেন্ট ইন্টারেস্টে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ৬ মাস পর ৯০০০ টাকা করে লাভ পাচ্ছেন।
See also  7টি অবাক করা কেডি পাঠকের ধাঁধা জেনে নিন (KD Pathak)

সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্স Desposit রেট অনুযায়ী;

  • ৪ মাস মেয়াদে ৭% ইন্টারেস্ট অনুযায়ী ৭ লক্ষ টাকা ব্যাংকে জমা করলে ছয় মাস পর ১৬৩৩৩ টাকা লাভ পাবেন।
  • ৫ মাস মেয়াদে ৭% ইন্টারেস্ট অনুযায়ী ৭ লক্ষ টাকা ব্যাংকে জমা করলে ত্রৈমাসিক ২০৪১৭ টাকা লাভ পাবেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্স ডিপোজিট Rate অনুযায়ী;

  • ৩ মাস মেয়াদে ৮ লক্ষ টাকা ৮% সুদে বিনিয়োগ করলে মাস শেষে ১৬ হাজার টাকা পাবেন।
  • ৬ মাস মেয়াদে ৮% ইন্টারেস্ট অনুযায়ী ৮ লক্ষ টাকা ব্যাংকে জমা করলে ত্রৈমাসিক ৩২০০০ টাকা লাভ পাবেন।

Social Islamic Bank ফিক্স ডিপোজিট রেট অনুযায়ী;

  • ৩ মাস মেয়াদে ৩% ইন্টারেস্ট অনুযায়ী ৯ লক্ষ টাকা ব্যাংকে জমা করলে ত্রৈমাসিক ৬৭৫০ টাকা লাভ পাবেন।
  • ৬ মাস মেয়াদে ৩% ইন্টারেস্ট অনুযায়ী ৯ লক্ষ টাকা ব্যাংকে জমা করলে হাফ ইয়ারলি পেইড ১৩৫০০ টাকা লাভ পাবেন।
  • ৬ মাস মেয়াদে ৫% ইন্টারেস্ট অনুযায়ী ৩,৫০,০০০ টাকা ব্যাংকে জমা করলে ত্রৈমাসিক পেইড ৮৭৫০ টাকা লাভ পাবেন।

সকল ব্যাংকে ফিক্স ডিপোজিট রেট সিস্টেম চালু আছে তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক অন্যতম। সোশ্যাল ইসলামী ব্যাংক কাস্টমারদের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে নৈতিকতা এবং সততার সাথে ফিক্স ডিপোজিট রেটের সেবা দিয়ে থাকে।

এমনকি কাস্টমারদের চাহিদার কথা বিবেচনা করে সোশ্যাল ইসলামী ব্যাংক ফিক্স ডিপোজিট রেট পরিবর্তন করে থাকেন। আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে সোশ্যাল উসলীমি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট অনুযায়ী আপনি আপনার মুনাফার ধরন সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

See also  কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ১০ টি ব্যবহার

এছাড়া সোশ্যাল উসলীমি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেটের আপডেট খবর জানতে আপনি তাদের ব্যাংকিং পেজ গুলোতেও নজর রাখতে একদমই ভুলবেন না।

Rk Raihan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *